Bengali GK Page Part-132 || জিকে প্রশ্ন উত্তর
![]() |
GK Page |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Page Part-132 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Page Part-132
⦿ কেরালা উপকূল কি নামে পরিচিত - মালাবার উপকূল
⦿ “দ্য রেস অফ মাই লাইফ” - অটোবায়োগ্রাফি টি কার লেখা - মিলখা সিং
⦿ ডিনামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় - নাইট্রোগ্লিসারিন
⦿ রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত - জলাভূমি
⦿ ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ - হাইড্রোজেন
⦿ সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডে কোথায় প্রথম গুলি চালিয়ে ছিলেন - ব্যারাকপুর
⦿ ম্যাকাও বন্দর কোন দেশে অবস্থিত - চীন
⦿ দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয় কাকে - আলাউদ্দিন খলজি
⦿ মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত - উচ্চাঙ্গ নৃত্য
⦿ অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় - পাঁচ বছর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box