Breaking





Thursday, August 12, 2021

টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত || Tokyo Olympics 2020

একনজরে টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত || Tokyo Olympics 2020 

একনজরে টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত || Tokyo Olympics 2020
টোকিও অলিম্পিকে ভারত
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে একনজরে টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত PDFটি শেয়ার করছি। এবছর টোকিও অলিম্পিক ২০২০ তে ভারত মোট ৭টি মেডেল জিতেছে। ৭ টি মেডেল কে কে পেয়েছেন এবং ওনারা কে, কোন খেলার সঙ্গে যুক্ত সেই সম্পর্কিত সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের বিশেষভাবে সাহায্য করবে। তাই আর দেরী না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন, পিডিএফ এর লিংক নীচে রয়েছে।

টোকিও অলিম্পিকে ভারত

খেলোয়াড় খেলা মেডেল
নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রো গোল্ড
মীরাবাই চানু
ওয়েট লিফটিং
(৪৯ কেজি)
সিলভার
রবি কুমার দাহিয়া রেসলিং (৫৭ কেজি) সিলভার
পুসারলা ভেঙ্কট সিন্ধু
মহিলা সিঙ্গেল
ব্যাডমিন্টন
ব্রোঞ্জ
লাভলিনা বরগোঁহাই
মহিলা ওয়াল্টার
ওয়েট বক্সিং
ব্রোঞ্জ
বজরং পুনিয়া রেসলিং(৬৫ কেজি) ব্রোঞ্জ
Indian Men’s
Hockey Team
হকি ব্রোঞ্জ

সম্পূর্ণ PDF-এর লিঙ্ক নিচে রয়েছে


File Details::
File Name: টোকিও অলিম্পিকে ভারত
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 1
File size: 135 KB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box