Breaking





Friday, August 27, 2021

Bengali GK Notes Part-146 || সাধারণ জ্ঞান

Bengali GK Notes Part-146 || সাধারণ জ্ঞান 

Bengali GK Notes Part-146 || সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-146 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Notes Part-146

⦿ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন - তবলা

⦿ কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে - সালফার ডাই অক্সাইড

⦿ ১৯০৫ সালে কার আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল - লর্ড কার্জন

⦿ পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন - মরক্কো

⦿ কৃষ্ণা মৃত্তিকা কি চাষের জন্য উপযোগী - কার্পাস

⦿ কোন গভর্নর জেনারেল ভারতে ডাকটিকিটের প্রচলন করেন - লর্ড ডালহৌসি

⦿ কোনটি থেকে মিডল অয়েল পাওয়া যায় - আলকাতরা

⦿ ফেডারেল কোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় - ১৯৩৭ সালে

⦿ A Search for Identity বইটি কার লেখা - মেজর আব্দুল জলিল

⦿ মোঘল বংশের শেষ রাজা কে ছিলেন - দ্বিতীয় বাহাদুর শাহ

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box