Breaking





Thursday, August 26, 2021

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৪৫ || Sadharan Gyan Capsule

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৪৫ || Sadharan Gyan Capsule Part-145 

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৪৫ || Sadharan Gyan Capsule
জিকে ক্যাপসুল
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৪৫  শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Sadharan Gyan Capsule Part-145

⦿ হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন - সম্রাট হর্ষবর্ধন

⦿ রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন - ব্রহ্মবান্ধব উপাধ্যায়

⦿ খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয় - দুর্বল দাঁত

⦿ কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাধি গ্রহণ করেছিলেন - দ্বিতীয় চন্দ্রগুপ্ত

⦿ FIFA  - এর সদর দপ্তর কোথায় অবস্থিত - জুরিখ

⦿ আর কে নারায়ণ এর সমাধি স্থলের নাম কি - উদয়ভূমি

⦿ সরোজিনী নাইডু কাকে হিন্দু-মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করেছিলেন - মোহাম্মদ আলী জিন্নাহ

⦿ আকবরনামা গ্রন্থটি কার লেখা - আবুল ফজল ইবনে মুবারক

⦿ ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন - গোপালকৃষ্ণ গোখলে

⦿ রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় - তরল হাইড্রোজেন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box