Breaking





Tuesday, August 31, 2021

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব PDF

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব PDF Download 

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব
বিভিন্ন উপক্ষার ও অর্থকরী গুরুত্ব
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব তালিকা PDF, যেটিতে বৈদিক যুগে ব্যবহৃত বিভিন্ন শব্দ ও তাদের বর্তমান অর্থের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আগত প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষা গুলির জন্য এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আর দেরী না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

উপক্ষার উৎস গুরুত্ব
কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল ম্যালেরিয়ার ঔষুধ
রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল ও মূল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ
মরফিন আফিম গাছের কাঁচা ফল ঘুমের ও বেদনানাশক ঔষুধ
ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফল হাঁপানীর ঔষুধ
পিপারিন গোল মরিচ মৃগী রোগের ঔষুধ
ক্যাফিন কফি গাছের বীজ ব্যথা উপশমকারী ঔষুধ
ক্যামটোথেসিন ক্যাম্পটোথেকা গাছের ছাল ক্যান্সার নিরাময়কারী ঔষুধ
অ্যাট্রোপিন বেলেডোনা গাছের পাতা ও মূল
রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে
উজ্জীবিতকারী ঔষুধ
নিকোটিন তামাক গাছের পাতা মাদক দ্রব্য
অ্যারেকোলিন সুপারী বীজ সিজোফ্রিনিয়া রোগের ঔষুধ
কোকেইন কোকা গাছ মাদক দ্রব্য
স্ট্রিকনিন কুঁচেলা গাছের বীজ বা
নাক্সভোমিকা
পেটের পীড়ার ঔষুধ
বার্বারিন আফিম গাছ সহ অন্যান্য স্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক
রোগ নিরাময়
এমিটিন ইপিকাক গাছের মূল বমিভাব উদ্রেককারী
ও পেটের সমস্যা
ট্যানিন চা গাছের পাতা অবসাদ দূর করতে
ডিজিটালিন ডিজিটালিস গাছের পাতা
হৃৎপিন্ডের স্বাভাবিক 
কর্মদক্ষতা ফিরিয়ে আনতে

উপক্ষারের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box