Bangla GK Series Part-150 || জিকে সিরিজ
![]() |
জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-150 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series Part-150
⦿ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন - জ্যোতিবা ফুলে
⦿ ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি – দার্জিলিং এর সিদ্রাপং
⦿ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায় - গুজরাট
⦿ রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি - বিধান পরিষদ
⦿ DNA-এর গঠনগত একক কি - নিউক্লিওটাইড
⦿ উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে - ১৮৫৪ সালে
⦿ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন - শচীন্দ্রপ্রসাদ বসু
⦿ পোড়া চুনের রাসায়নিক নাম কি - ক্যালসিয়াম অক্সাইড (CaO)
⦿ সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহৃত হয় - সিলিকন
⦿ সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত - ৬৫ বছর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box