Breaking





Sunday, August 01, 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-121

জিকে প্রশ্ন ও উত্তর | GK Notes Part-121 

জিকে প্রশ্ন ও উত্তর | GK Notes Part-121
জিকে প্রশ্ন ও উত্তর
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Album Part-121 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

জিকে প্রশ্ন ও উত্তর | GK Notes Part-121

সত্যশোধক সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল - মহারাষ্ট্র

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের সদর দফতর কোথায় অবস্থিত - নিউ দিল্লি

স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত - নরওয়ে ও সুইডেন

অল ইন্ডিয়া “হরিজন সংঘ” -কে প্রতিষ্ঠা করেন - মহাত্মা গান্ধী

সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি - ধূপগড়

১৯২৮ সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজী সুভাষচন্দ্রের সঙ্গে কোন দলে যোগ দেয় - বেঙ্গল ভলেন্টিয়ার্স

কোন মশলার জন্য কাশ্মীর বিখ্যাত - জাফরান

বাংলায় তেভাগা আন্দোলন কত সালে শুরু হয় - ১৯৪৬ সালে

নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে - নরওয়ে

পঞ্চশীল নীতির প্রবক্তা কে - জওহরলাল নেহরু

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box