কে কোন খেলার সাথে যুক্ত তালিকা PDF || Famous Sports Personalities in India
![]() |
কে কোন খেলার সাথে যুক্ত |
আজকে আপনাদের সঙ্গে কে কোন খেলার সাথে যুক্ত তালিকা PDF টি শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ২১টি খেলার নাম এবং সেই সঙ্গে খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিদের নামের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। এই টপিক থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসেই থেকে। যেমন-মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত? অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? ইত্যাদি।
এই সমস্ত প্রশ্নের সঠিক সমাধান করতে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে।
কে, কোন খেলার সাথে যুক্ত
⦿ ক্রিকেট ➽ সৌরভ গঙ্গুলি, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মা, কপিল দেব, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, হরবাজান সিং, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, জাহির খান, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, ইশান্ত শর্মা, আজিঙ্কিয়া রাহানে, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, বুমরা, শার্দুল ঠাকুর, ঋষভ পান্থ, অনিল কুম্বলে, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, মনোজ প্রভাকর, যুবরাজ।
⦿ ফুটবল ➽ সুনীল ছেত্রী, সুব্রত পাল, প্রদীপ কুমার ব্যানার্জি, গুরপ্রীত সিং সাধু, ধানপাল গণেশ, বাইচুং ভুটিয়া, বাল্বন্ত সিং, শুভাশিষ রয় চৌধুরী, নিখিল পূজারী, দেবজিৎ মজুমদার, গৌরামাঙ্গি সিং, প্রীতম দাস, নারায়ণ দাস, মহেশ গাওলি, মোহম্মদ সেলিম, সৈলেন মান্না, চুনি গোস্বামী, কৃষাণু দে, আনোয়ার আলি, রবীন সিং, হালিচরণ নার্জারি, মনোরঞ্জন ভট্টাচার্য, সন্দেশ জিংঘান, এই এম বিজয়ন, উদান্ত সিং, পিটার থাঙ্গারাজ, অর্ণব মন্ডল।
⦿ ব্যাডমিন্টন ➽ পি ভি সিন্ধু, দীপঙ্কর ভট্টাচার্য্য, সৌরভ বর্মা, প্রকাশ পাডুকন, অশ্বিনী পন্নাপ্পা, পুল্লেলা গোপিচাঁদ, অনুপ শ্রীধর, প্রণব চোপড়া, পারুপল্লি কাশ্যপ, লক্ষ্য সেন, চেতন আনন্দ, চিরাগ শেট্টি, সমীর বর্মা, শুভঙ্কর দে, অরুণ বিষ্ণু, অপর্ণা পোপ, জ্বালা গুপ্ত, অনুপ স্রিধার, সাইনা নেহ্বাল, অজয় জয়রাম, কিদাম্বি শ্রীকান্ত, পুলেল্লা গোপিচাঁদ, সুমিত রেড্ডি, মানু অত্রি, অজয় জয়রাম।
⦿ হকি ➽ ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, ভারত কুমার ছেত্রী, রাজপাল সিং, দীপক ঠাকুর, এস.ভি. সুনীল, সর্দার সিং, অজিত সিং, মানপ্রিত সিং, বীরেন্দ্র লাকরা, আকাশদীপ সিং, বলবীর সিং, সূর্যশেখর গাঙ্গুলী, গগন অজিত সিং, সন্দীপ সিং, শঙ্কর লক্ষন, দিলিপ তিরকি, অর্জুন হালাপ্পা, মান্দিপ সিং, ধারাম্বির সিং, রাজপাল সিং, রানী রামপাল, গুরবাজ সিং, দানিশ মুজতাবা, বিরেন্দ্র লাকরা, পারগাত সিং, পুনম বারলা, যুবরাজ বাল্মীকি।
⦿ বক্সিং ➽ মেরি কম, অখিল কুমার, দীনেশ কুমার, মোহম্মদ আলি কামার, বিকাশ কিষান যাদব, মনীশ কৌশিক, বিজেন্দ্র সিং, জিতেন্দর কুমার, পিঙ্কি রানী, সতীশ কুমার, দেবেন্দ্র সিং, দেবেন্দ্র সিং, শিবা থাপা, গৌরভ বিধুরি, শিবা থাপা, যমুনা বোরো, অমিত পান্ঘল, কবিতা চাহাল, সিমরানজিত কাউর।
⦿ টেবিল টেনিস ➽ ভেনুগোপাল চন্দ্রশেখর, সরথ কমল, চেতন বাবুর, অন্তনি অমলরাজ, কামলেশ মেহতা, সৌমজিৎ ঘোষ, শুভ্রমনিয়াম রামন, নেহা আগারবাল, সনিল শেট্টি, এন্থনি আমলরাজ, হারমিত দেশাই, শুভজিত সাহা, পূজা সহস্রেবুদ্ধে, মনিকা বাত্র, রামন সুব্রহ্মণ্যম, মাধুরিকা পাটকার, চেতন বাবুর।
⦿ লন টেনিস ➽ রোহন বোপান্না, কোটা রামস্বামী, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা, সোমদেব দেববর্মন, ঈশা লাখানি, রামানাথন কৃষ্ণাণ, মহেশ ভুপতি, রমেশ কৃষাণ, রাজকুমার রামানাথন, অশোক অমৃতরাজ, প্রেমজিৎ লাল, আসিফ ইস্মাইল, নরেশ কুমার, বিজয় অমৃতরাজ, প্রকাশ অমৃতরাজ, পুজাশ্রি ভেঙ্কাটেশা।
⦿ কুস্তি ➽ সাক্ষী মালিক, অমিত কুমার, সন্দীপ তমার, দীপক পুনিয়া, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সম্বির কাদিয়ান, গীতা ফোগাত, ভিনেশ ফোগাত, ববিতা কুমার, সোমবীর কাদিয়ান, বজরং পুনিয়া, সুভাষ বর্মা, লিলা রাম, অলকা তমার, কে ডি যাদব, দ্যা গ্রেট খালি, জিন্দের মাহাল, উদয় চাঁদ, রভি কুমার।
⦿ সাঁতার ➽ আরতি সাহা, মিহির সেন, বুলা চৌধুরী, নিরঞ্জন মুকুন্দ, প্রশান্ত কর্মকার, সন্দীপ সেজ্বাল, সচিন নাগ, দীপা মালিক, শিখা টান্ডন, সজন প্রকাশ, কুশাগ্র রাওয়াত, মানা প্যাটেল, রেহান পঞ্চা, ভক্তি শর্মা, খজন সিং, প্রদীপ মিত্র, অনিতা সুদ।
⦿ কবাডি ➽ অজয় ঠাকুর, প্রদীপ নার্বাল, অনুপ কুমার, নীতিন তোমার, রাকেশ কুমার, সুরেন্দ্রর নাদা, অনুপ কুমার, রাহুল চৌধুরী, নিতিন ঘুলে, মনজিৎ চিল্লার, রোহিত কুমার, মানু গোয়াত, সচিন তানওয়ার, বিশাল ভরদ্বাজ, পবন কুমার, মোহিত চিল্লার, মনিন্দ্র সিং।
⦿ দৌড় ➽ মিলখা সিং, পি টি ঊষা, ধরমবীর সিং, মুহাম্মদ আনাস যাহিয়া, পিঙ্কি প্রামানিক, মনোজিৎ কাউর, অনিল কুমার প্রকাশ, হিমা দাস, নির্মলা শীয়রান, অমিয় কুমার মল্লিক, চিত্রা সমন, দ্যুতি চাঁদ, সরস্বতী সাহা।
⦿ দাবা ➽ বিশ্বনাথ আনন্দ, গীতা নারায়ণ গোপাল, দিব্যেন্দু বড়ুয়া, হেতুল শাহ, চিদাম্বরম অরবিন্দ, রোহিণী খাদিল্কার, অভিজিৎ গুপ্ত, কৃষ্ণন শশীকিরণ, প্রবীন মহাদেও, তানিয়া সচদেব, সৌম্যা স্বামীনাথন, রামচন্দ্র রমেশ, দীপন চক্রবর্তী, কৃষ্ণন শশীকিরন, দর্পণ ইনানি, ভাস্করণ অধিবন, কোনেরু হাম্পি, কিরণ মনীষা মোহান্তি, পরিমার্জন নেগী, পেন্তালা হরিকৃষ্ণ, বাস্করণ অধিবান, অভিজিৎ কুন্তে, প্রথমেশ মোকাল, পেন্টালা হরিকৃষ্ণ।
⦿ গল্ফ ➽ শর্মিলা নিকোলেট, অর্জুন আত্বাল, গগনজিত ভুল্লার, জীব মিলখা সিং, অনির্বাণ লাহিড়ী, সুজ্জন সিং, জ্যথি রান্ধাবা, শিব কাপুর, রসিদ খান, গৌরব ঘেই, হিম্মত রাই, শিব চৌরাসিয়া, অর্জুন অটোয়াল, জ্যোতি রান্ধাওয়া, হিম্মত রায়, উদয়ন মানে, অমন রাজ, খালিন যোশী, রাহিল গাঙ্গজি, বীর আহলাওয়াত।
⦿ মোটর রেসিং ➽ অর্জুন মাইনি, আদিত্য প্যাটেল, নারায়ন কার্তিকেয়ন, তরুণ রেড্ডি, গৌরব গিল, শরৎ কুমার, আরমান ইব্রাহিম।
⦿ কার রেসিং ➽ আরমান ইব্রাহিম, করুণ চান্ধক, নারাইন কারথিকেয়ান, নারায়ণ কার্তিকেয়ন, আদিত্য প্যাটেল, করুন চান্দোক।
⦿ শুটার ➽ অভিনব বিন্দ্রা, সঞ্জীব রাজপুত, জয়দীপ কর্মকার, অঞ্জলি ভোগাত, বিজয় কুমার, রান্ধির সিং, হীনা সিন্ধু, অমকর সিং, আভনিত সিন্ধু, সমরেশ জাং, জিতু রাই, সঞ্জীব রাজপুত, হীনা সিন্ধু, জাস্পাল রানা, তেজস্বিনী সাওান্ত, মানাভজীত সিং সান্ধু, রঞ্জন সধি, গগন নারাং, মনু ভাকের, অভিষেক বর্মা, রাজ্যবর্ধন সিং রাঠোর।
⦿ বিলিয়ার্ডস ও স্নুকার ➽ অশোক সান্দিল্যা, মাইকেল ফেররেইরা, পঙ্কজ আদবানি, মিচেল ফেরেইরা, কমল চাওলা, অনুজা চান্দ্রা ঠাকুর, সৌরভ কোঠারি, রুপেশ শাহ।
⦿ তীরন্দাজী বা ধনুর্বিদ্যা ➽ দীপিকা কুমারী, দোলা বন্দ্যোপাধ্যায়, মঙ্গল সিং চাম্পিয়া, লক্ষ্মীরানী মাঝি, অভিষেক বর্মা, তরুনদ্বীপ রাই, রজত চৌহান, জয়েন্ত তালুকদার, পূর্ণিমা মাহাতো, অতনু দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল ব্যানার্জী, লিম্বা রাম, শ্যাম লাল মিনা, জয়ন্ত তালুকদার।
⦿ জিমন্যাস্টিক ➽ আলোক রঞ্জন, জয়প্রকাশ চক্রবর্তী, রাকেশ কুমার পাত্র, প্রবীন শর্মা, সুস্মিতা পাবার, পূজা শর্মা, মিতালি ডোগরা, পার্থ মন্ডল, দীপা কর্মকার, দেবযানী সামন্ত, অরুণা বুড্ডা রেড্ডি।
⦿ ভারোত্তোলন ➽ কর্ণম মালেশ্বরী, জুলফিয়া চিনশানলো, সাঁইখোম মীরাবাই চানু, সতীশ শিবলিঙ্গম, জেরেমি লালরিন্নুংগা, পুনম যাদব, গুরদীপ সিং, গনেশ মালি, দীপক লাথের।
⦿ পর্বতরোহী ➽ অরুনিমা সিনহা, বাচেন্দ্রী পাল, গুরুদয়াল সিং, সন্তোষ যাদব, সত্যরূপ সিদ্ধান্ত, ছন্দা গায়েন, ভুপেশ কুমার, মালাবাথ পূর্ণা।
কে, কোন খেলার সাথে যুক্ত সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Famous Sports Personalities in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 600 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box