Bangla GK Series Part-122 || জিকে নোটস
![]() |
Bangla GK Series |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-122 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series Part-122
❍ মিউরিয়েটিক অ্যাসিডের অপর নাম কি - হাইড্রোক্লোরিক অ্যাসিড
❍ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় - ১৮১৭ খ্রিস্টাব্দে
❍ “দ্য কমরেড” পত্রিকার সম্পাদক কে ছিলেন - মোহাম্মদ আলি জওহর
❍ রক্তচাপ পরিমাপ করা হয় কোন মাধ্যমে - স্ফিগমোম্যানোমিটার
❍ অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী - সালফার ডাই অক্সাইড
❍ পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) মারাঠাদের কারা পরাজিত করে - আফগান
❍ সাদা কয়লা বলা হয় - জলবিদ্যুৎকে
❍ কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায় - ৭৫-৭৬ বছর
❍ কোয়ান্টাম তত্ত্বটির রচয়িতা কে - ম্যাক্সপ্লাঙ্ক
❍ মানব দেহের কঠিনতম অঙ্গ কি - দাঁতের এনামেল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box