Breaking





Tuesday, August 03, 2021

সাধারণ জ্ঞান নোটস পর্ব-১২৩ || Sadharan Gyan Notes

সাধারণ জ্ঞান নোটস পর্ব-১২৩ || Sadharan Gyan Notes Part-123 

সাধারণ জ্ঞান নোটস পর্ব-১২৩ || Sadharan Gyan Notes Part-123
সাধারণ জ্ঞান নোটস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Sadharan Gyan Notes Part-123 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Sadharan Gyan Notes Part-123

দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে - বেরিং প্রণালী

দ্য আনসিন ইন্দিরা গান্ধী গ্রন্থটি কে রচনা করেছিলেন - কে পি মাথুর

স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন - বাল গঙ্গাধর তিলক

তরুণের স্বপ্ন বইটির রচয়িতা কে - সুভাষচন্দ্র বসু

বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে - ১৭৬৫

কোন দেশের অনুকরণে ভারতে “সবুজ বিপ্লবের” ধারণা গৃহিত হয় - মেক্সিকো

চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন কার আমলে হয় - কণিষ্ক

দিল্লিতে হুমায়ুনের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন - হামিদা বানু বেগম

কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় - পেট্রোরসায়ন শিল্প

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box