Breaking





Saturday, September 25, 2021

WBP Constable GK Practice Set | 300+ GK Question & Answer for WBP Exam

WBP GK in Bengali | West Bengal Police GK | WBP GK Question Answer in Bengali 

WBP Constable GK Practice Set | 300+ GK Question & Answer for WBP Exam
৩০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গের আগত পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য 300+ GK Question & Answer PDFটি আজকে আপনাদের সঙ্গে করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ৩০০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর লিপিবদ্ধ করা আছে। এই প্র্যাকটিস সেটে গুলির মাধ্যমে আপনারা নিজেদের প্রস্তুতিকে মূল্যায়ন করতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।

WBP Constable GK Practice Set

০১. হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা ?
উ: কালীপ্রসন্ন সিংহ

০২. “রুদালী” সিনেমাটি কার লেখা ছোটগল্প থেকে তৈরি হয়েছিল ?
উ: মহাশ্বেতা দেবী

০৩. “ইউরেকা ইউরেকা” এই বিখ্যাত উক্তিটি কে বলেন ?
উ: আর্কিমিডিস

০৪. ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
উ: মুম্বাই

০৫. কম্পিউটারে কতগুলি “ফাংশনাল কি” আছে ?
উ: ১২টি

০৬. জয়ন্তীয়া পাহাড় কোথায় অবস্থিত ?
উ: মেঘালয়

০৭. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি দিয়েছিলেন ?
উ: জওহরলাল নেহরু

০৮. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন ?
উ: সম্রাট আকবর

০৯. কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা হয়েছিল ?
উ: সংস্কৃত

১০. হৃদপিন্ডের আবরণীকে কি বলা হয় ?
উ: পেরিকার্ডিয়াম

১১. গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি ?
উ: লোথাল

১২. My Experiments with Truth - বইটির লেখক কে ?
উ: মহাত্মা গান্ধী

১৩. ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি ?
উ: ফোর্ট উইলিয়াম

১৪. পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উ: সন্তুর

১৫. কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত ?
উ: টাংস্টেন

১৬. মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উ: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

১৭. বুলগেরিয়ার রাজধানীর নাম কি ?
উ: সোফিয়া

১৮. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
উ: প্রতিভা পাটিল

১৯. বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উ: তিরুবনন্তপুরম

২০. “পারো” উপত্যকা কোথায় দেখা যায় ?
উ: ভুটান

২১. ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয় 
কাকে ?
উ: সত্যেন্দ্রনাথ দত্ত

২২. Planned Economy of India বইটির লেখক কে ?
উ: এম বিশ্বেস্বরায়

২৩. বর্তমানে নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে ?
উ: রাজীব কুমার

২৪. কে প্রথম পোর্টফোলিও সিস্টেম শুরু করেন ?
উ: লর্ড ক্যানিং

২৫. চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
উ: ভুটান

২৬. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়র নাম কি ?
উ: মিহির সেন

২৭. ভারতের ‘ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয় কাকে ?
উ: এ পি জে আবদুল কালাম

২৮. কোন গ্যাসকে মার্ক গ্যাস বলা হয় ?
উ: মিথেন

২৯. কোনটি বেকিং সোডা নামে পরিচিত ?
উ: সোডিয়াম বাইকার্বনেট

৩০. “সব লাল হো যায়েগা” - কে বলেছিলেন ?
উ: রঞ্জিত সিং

৩১. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: জেনেভা

৩২. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির মুখপাত্র ছিল কোন পত্রিকা ?
উ: হিন্দু পেট্রিয়ট

৩৩. ১৮৬৭ সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা 
করেন ?
উ: আত্মারাম পান্ডুরঙ্গ

৩৪. দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন 
নদী ?
উ: গোদাবরী

৩৫. “দীন-ই-ইলাহি” এর প্রবর্তক হলেন ?
উ: সম্রাট আকবর

৩৬. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে ?
উ: প্রেমেন্দ্র মিত্র

৩৭. প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হত ?
উ: ভ্যাকিউম টিউব

৩৮. উমাপতিধর কার সভাকবি ছিলেন ?
উ: লক্ষণ সেন

৩৯. “বঙ্গদর্শন” পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪০. বিক্রমশীলা মহাবিহার কার আমলে সৃষ্টি হয় ?
উ: ধর্মপাল

৪১. হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে 
আসেন ?
উ: সম্রাট হর্ষবর্ধন

৪২. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন ?
উ: ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৪৩. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয় ?
উ: দুর্বল দাঁত

৪৪. কোন গুপ্ত সম্রাট 'শকারি' উপাধি গ্রহণ করেছিলেন ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৪৫. FIFA  - এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: জুরিখ

৪৬. আর কে নারায়ণ এর সমাধি স্থলের নাম কি ?
উ: উদয়ভূমি

৪৭. সরোজিনী নাইডু কাকে হিন্দু-মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করেছিলেন ?
উ: মোহাম্মদ আলী জিন্নাহ

৪৮. আকবরনামা গ্রন্থটি কার লেখা ?
উ: আবুল ফজল ইবনে মুবারক

৪৯. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উ: গোপালকৃষ্ণ গোখলে

৫০. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
উ: তরল হাইড্রোজেন

সম্পূর্ণ প্র্যাকটিস সেটের PDF-এর লিংক নীচে রয়েছে


File Details::
File Name: 300+ GK Question & Answer
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 15
File size: 2 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box