Breaking





Saturday, September 25, 2021

5 WBP Constable Preliminary Practice Set in Bengali PDF Free Download

West Bengal Police Constable 5 Practice Sets in Bengali PDF | ৫টি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF 

5 WBP Constable Preliminary Practice Set in Bengali PDF Free Download
৫টি WBP কনস্টেবল প্রিলি প্র্যাকটিস সেট
নমস্কার বন্ধুরা,
আগত WBP Constable Preliminary পরীক্ষার প্রস্তুতির জন্য 5 WBP Constable Preliminary Practice Set PDFটি আপনাদের একদম বিনামুল্যে প্রদান করছি। এটিতে মোট ৫টি প্র্যাকটিস সেট আছে, যেগুলি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। হাতে খুবই সময় কম তাই আর দেরি না করে WBP Constable Preliminary Practice Setটি সংগ্রহ করে নিন এবং বাড়িতেই অনুশীলন করতে শুরু করে দিন। আশা করি WBP Constable Preliminary পরীক্ষায় সফলতা পাবেন। কারন গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

           সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে 5 WBP Constable Preliminary Practice Set PDF টি ডাউনলোড নিন এবং প্র্যাকটিস করতে থাকুন।

প্র্যাকটিস সেটটির কিছু নমুনা দেখে নিন ::

01. ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি ?
A. খাদি
B. রেশম
C. মসলিন
D. পপলিন

02. দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স বইটি কে লিখেছেন ?
A. বল্লভভাই প্যাটেল
B. বিনায়ক দামোদর সাভারকর
C. জে বি কৃপালিনী
D. কেশবচন্দ্র সেন

03. বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ?
A. স্ট্রাটোস্ফিয়ার
B. আয়নোস্ফিয়ার
C. ট্রপোস্ফিয়ার
D. মেসোস্ফিয়ার

04. কে গ্রীক দূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান ?
A. হর্ষবর্ধন
B. সমুদ্রগুপ্ত
C. পুরু
D. সেলুকাস

05. ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়েছিল ?
A. লর্ড ওয়াভেল
B. লর্ড ডালহৌসি
C. লর্ড ক্লাইভ
D. লর্ড কার্জন

06. দার্শনিকের উল কাকে বলে ?
A. নাইট্রিক অক্সাইড
B. জিংক অক্সাইড
C. সালফার ডাই অক্সাইড
D. কার্বন মনো অক্সাইড

07. ছাড়পত্র বিখ্যাত কাব্যগ্রন্থটি কার লেখা ?
A. দ্বিজেন্দ্রলাল রায়
B. সুকান্ত ভট্টাচার্য
C. পেমেন্দ্র মিত্র
D. সুকুমার রায়

08. ভারতের জাতীয় বাহিনীর (INA)  প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ?
A. রাসবিহারী বসু
B. ক্যাপ্টেন মোহন সিং
C. নেতাজি সুভাষচন্দ্র বসু
D. সূর্য সেন

09. “যাযাবর” ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন ?
A. বিমল মিত্র
B. প্রমথ চৌধুরী
C. অরবিন্দ গুহ
D. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

10. ভারতীয় সংবিধানে কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?
A. ৬ টি
B. ৯ টি
C. ৮ টি
D. ১১ টি

11. বিনয় বাদল দীনেশ কত সালে কর্নেল সিম্পসনকে গুলি করে ?
A. ১৯১৯ সালের ১৩ জুন
B. ১৯২৬ সালের ২৬ ফ্রেব্রুয়ারী
C. ১৯৩০ সালের ৮ ডিসেম্বর
D. ১৯৩৭ সালের ৫ জুলাই

12. ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন ?
A. লর্ড মিন্টো
B. জওহরলাল নেহরু
C. দাদাভাই নওরোজি
D. জামসেদজী টাটা

13. “ব্লু  লাইন” – কোন দুটি দেশের মধ্যবর্তী সীমান্ত রেখা ?
A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চীন
C. ইজরায়েল ও লেবানন
D. ইরাক ও ইরান

14. সোডা ক্রিস্টাল নামে পরিচিত ?
A. সোডিয়াম সালফেট
B. সোডিয়াম কার্বনেট
C. নাইট্রোজেন
D. হাইড্রোজেন

15. গের্নিকা ছবিটি কার আঁকা ?
A. পাবলো পিকাসো
B. মাইকেল এঞ্জেলা
C. ভিনসেন্ট ভ্যান গগ
D. লিওনার্দো দ্য ভিঞ্চি

16. জওহরলাল নেহরু ভারতের কোন শহরকে “মিনিয়েচার ইন্ডিয়া” বলেছিলেন ?
A. কলকাতা
B. দিল্লি
C. খড়গপুর
D. মুম্বাই

17. কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
A. আনন্দবাজার
B. সমাচার
C. হিন্দু প্যাট্রিয়ট
D. সঞ্জীবনী

18. বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?
A. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
B. যতীন্দ্রমোহন সেনগুপ্ত
C. যতীন দাস
D. যতীন্দ্র চট্টোপাধ্যায়

19. মাউন্ট কোসিয়াস্কো কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ ?
A. ভারত
B. বাংলাদেশ
C. অস্ট্রেলিয়া
D. নিউজিল্যান্ড

20. বিপদ সংকেত লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ ?
A. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
B. তরঙ্গ দৈর্ঘ্য কম
C. বিক্ষেপ বেশি
D. বিক্ষেপ কম

21. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
A. প্রফুল্ল চন্দ্র রায়
B. সি ভি রমন
C. জগদীশ চন্দ্র বসু
D. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

22. কোন সেলকে “সুইসাইডাল ব্যাগ” বলা হয় ?
A. সেন্ট্রোজোম
B. রাইবোজম
C. লাইসোজোম
D. নিউক্লিয়াস

23. Right Under Our Nose বইটির রচয়িতা কে ?
A. মোহন সিংভাকনা
B. আর গিরিধরন
C. মুন্সী প্রেমচাঁদ
D. মদনলাল ধিংড়া

24. কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত ?
A. জওহরলাল নেহরু
B. লাল বাহাদুর শাস্ত্রী
C. মহাত্মা গান্ধী
D. ইন্দিরা গান্ধী

25. লোথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
A. উত্তর ২৪ পরগনা
B. দক্ষিণ ২৪ পরগনা
C. বাঁকুড়া
D. বীরভূম

সম্পূর্ণ প্র্যাকটিস সেটের পিডিএফের লিংক নীচে রয়েছে


File Details::
File Name: 5 WBP Constable Preli Practice Set
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 26
File size: 4 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box