Daily GK Guide Part-174 for Competitive Exams
![]() |
জিকে গাইড |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Guide Part-174 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Guide Part-174
⦿ NIA-এর পুরো কথাটি কী - ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
⦿ ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন - ক্লিমেন্ট এটলি
⦿ ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
⦿ কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কী - ভারতী
⦿ কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল কবে - ১৯৩০ সালে
⦿ তরল অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রুপান্তরিত হওয়াকে কী বলে -উর্ধ্বপাতন
⦿ নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত - সিকিম
⦿ গ্লোবাল পজিসনিং সিস্টেমের মাধ্যমে কি পরিমাপ করা হয় - অক্ষাংশ ও দ্রাঘিমা
⦿ ভারতে রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল - ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারী
⦿ গয়টার রোগটি কোন উপাদানের অভাবে হয় - আয়োডিন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box