Bengali General Knowledge Notes Part-154
![]() |
GK Notes |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-154 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali General Knowledge Notes Part-154
❖ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে - মহম্মদ বিন তুঘলক
❖ কাকে “নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত” বলা হয় - অবনীন্দ্রনাথ ঠাকুর
❖ দিল্লিতে জামা মসজিদ কে তৈরী করেছিলেন - মুঘল সম্রাট শাহজাহান
❖ প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি - ফ্রি প্রেস অফ ইন্ডিয়া
❖ হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে - সিস্টোল
❖ কে পশ্চিম ভারতে লোখিতওয়াড়ি নামে পরিচিত - গোপালহরি দেশমুখ
❖ মানুষের গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত - ২৩টি
❖ কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন - বসুমিত্র
❖ কোন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন - অ্যারিস্টটল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box