Breaking





Wednesday, September 29, 2021

Bengali General Knowledge Notes Part-178

Bengali General Knowledge Notes Part-178 

Bengali General Knowledge Notes Part-178
GK Notes
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali General Knowledge Notes Part-178 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali General Knowledge Notes Part-178

⦿ অক্সিনের রাসায়নিক নাম কী - ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (আইএএ)

⦿ ভারতের টেলিকম রেগুলেটরি অর্থরিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত - নতুন দিল্লী

⦿ কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন - গজনির সুলতান মামুদ

⦿ সমুদ্রের এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত - ৩৫ গ্রাম

⦿ মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া - রাইজোবিয়াম

⦿ ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় - পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে

⦿ গ্লুকোমা মানব দেহের কোন অংশের রোগ - চোখ

⦿ ভারতে রেপো রেট (Repo rate) কে ঘোষণা করেন - RBI

⦿ সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটি - পাইরোমিটার

⦿ চরক কোন সম্রাটের রাজদরবারে চিকিৎসক ছিলেন - কনিষ্ক

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box