Daily GK Set in Bengali Part-177 || জিকে সেট
![]() |
জিকে সেট |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Set in Bengali Part-177 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Set in Bengali Part-177
⦿ উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী - পাইরোমিটার
⦿ কোন যুদ্ধে মহীশূরের রাজা টিপু সুলতানের মৃত্যু হয় - শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে
⦿ পারদ ছাড়া আর একটি তরল ধাতুর নাম কী - গ্যালিয়াম
⦿ কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি - সেলুলোজ
⦿ ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কী - দাক্ষিনাত্যের সিঁড়ি
⦿ CSF এর পুরো কথা কী - সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (Cerebrospinal Fluid)
⦿ সবচেয়ে ঘাতসহ ধাতুর নাম কী - সোনা
⦿ জীবাশ্ম কোন পর্বতে লক্ষ করা যায় - ভঙ্গিল পর্বতে
⦿ পাইরোসালফিউরিক অ্যাসিডের অপর নাম কী - ওলিয়াম
⦿ ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি মাটির নাম কী - রেগুর মাটি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box