Breaking





Thursday, September 23, 2021

Daily GK Dose Part-172

Daily GK Dose Part-172 for Competitive Exams 

Daily GK Dose Part-172
জিকে ডোস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Dose Part-172 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Dose Part-172

⦿ পরমানুর মৌলিকত্ব কিসের উপরনির্ভর করে - পারমাণবিক সংখ্যা

⦿ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় - রাসায়নিক শক্তিতে

⦿ পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয় - মেরু অঞ্চলে

⦿ নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে - রঞ্জিত সিং

⦿ মহাসাগরীয় পাত কোন শিলা দ্বারা গঠিত - ব্যাসল্ট

⦿ মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত - গ্রানাইট দ্বারা

⦿ প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমান কত রাখা হয় - দুই বায়ুমন্ডলীয় চাপের সমান

⦿ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থটির লেখক কে - কৃষ্ণদাস কবিরাজ

⦿ একজন সুস্থ পূর্ণ বয়স্ক ব্যক্তির স্বাভাবিক ব্লাড প্রেসার কত - 120/80 mm Hg

⦿ সাঙ্গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় - মনিপুর

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box