Bangla GK Series Part-186 for Competitive Exams
![]() |
জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-186 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series Part-186
⦿ পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে - নদিয়া
⦿ কোন আইটি কোম্পানি ২০১৫ সালে ইন্টারনেট অফ থিংস (OIT) উদ্ভাবনের জন্য এজিস গ্রাহাম বেল পুরস্কার জিতেছে - উইপ্রো
⦿ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি - ২,২১৭ কিমি
⦿ আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত - 47
⦿ পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি - দামোদর
⦿ পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না - ভারতের রাষ্ট্রপতি
⦿ “The Dhoni Touch” বইটির লেখক কে - ভরত সুন্দরেসন
⦿ টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে - লর্ড ওয়েলেসলি
⦿ Astronomy বলতে কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় - তারকা
⦿ কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত - জাবতি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box