Bengali GK Capsule Part-185 || জেনারেল নলেজ
![]() |
GK Capsule |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Capsule Part-185 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Capsule Part-185
⦿ সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় - ছাল
⦿ বায়ুমন্ডলে কোন যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয় - কার্বন ডাই অক্সাইড
⦿ DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন - ওয়াটসন এবং ক্রিক
⦿ বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ - ঘর্ষণ কমে যায়
⦿ নারকেলের যে অংশটি আমরা খাই তা হল - শস্য
⦿ কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে - কোবাল্ট
⦿ ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে - রাশিয়া
⦿ তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বিকিরিত হয় তা হল - Y রশ্মি
⦿ মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল - ৩৮ ফুট
⦿ পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল - নিউক্লিয় বিভাজন (neuclear fission)
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box