100+ Geography Question and Answer in Bengali PDF Part - 2 for All Competitive Exam
![]() |
100+ Geography Question and Answer Part - 2 |
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের মাঝে শেয়ার করবো, 100+ Geography Question and Answer in Bengali PDF, যেটির মধ্যে আপনারা ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর পাবেন| যেগুলি আপনারা স্টাডির মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন|
তাই আর দেরি না করে নমুনা গুলি দেখে নিন এবং প্রয়োজন বোধে নিচের দেওয়া লিংক থেকে 100+ Geography Question and Answer সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন|
কিছু নমুনা::
১. আলমাত্তি (Almatti) বাঁধ কোথায় অবস্থিত ?
উ: কর্ণাটক
২. ডাউনস (Downs) একধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা দেখা যায় –
উ: নিউজিল্যান্ডে
৩. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল ?
উ: সুপিরিয়র হ্রদ
৪. কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত ?
উ: মঙ্গল এবং বৃহস্পতি
৫. ভারতের সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্য হল?
উ: মধ্যপ্রদেশ
৬. কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত ?
উ:শতদ্রু
৭. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উ: আমেরিকা
৮. সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হল ?
উ: অ্যানথ্রাসাইট
৯. কোন ধরণের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় ?
উ: পর্ণমোচী অরণ্য
১০. কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগ স্থলে অবস্থিত ?
উ: নীলগিরি
১১. তামিলনাড়ুর প্রধান বাণিজ্যিক শস্য হল ?
উ: কফি
১২. ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?
উ: পশ্চিমবঙ্গ
১৩. বায়ুমন্ডলের কোন স্তর বেতারতরঙ্গ প্রতিফলিত করে ?
উ: আয়নোস্ফিয়ার
১৪. ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত ?
উ: আগ্নেয়
১৫. বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে ?
উ: লোয়েস সমভূমি
১৬. কৃষ্ণমৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় ?
উ: মহারাষ্ট্র
১৭. ‘পৃথিবীর কসাইখানা’ নামে পরিচিত কোন স্থান ?
উ: শিকাগো
১৮. পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউরোপীয় ও এশীয় অংশের সীমারেখা নির্দেশ করে কে ?
উ: উরাল পর্বত ও উরাল নদী
১৯. ‘কুকি’, ‘আঙ্গামি’ ভারতের কোন অঞ্চলের উপজাতি ?
উ: নাগাল্যান্ড
২০. পূর্বঘাট পর্বতমালার (মলয়াদ্রি) সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উ: মহেন্দ্রগিরি
২১. কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয় ?
উ: সে দেশের রাজধানীর
২২. কোন দুটি গ্রহে সূর্যালোক প্রবেশ করে না ?
উ: বুধ এবং শুক্র
২৩. চাঁদের কত শতাংশ পৃথিবী থেকে দেখতে পাওয়া যায় ?
উ: ৫৯ শতাংশ
২৪. শনির গ্রহ অ্যাটলাস কবে আবিস্কৃত হয়েছিল ?
উ: ১৯৮০ সাল
২৫. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
উ: পৃথিবী
File Details::
File Name: 100+ Geography Question and Answer Part - 2
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 3.5 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box