Bengali GK Booster Part-202 for All Exams
![]() |
GK Booster |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-202 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster
⦿ কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
⦿ কোন বছর জাতীয় কংগ্রেস “পূর্ণ স্বরাজ” এর প্রস্তাব গ্রহণ করে ?
উত্তর:- ১৯৩০ সালে
⦿ কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
উত্তর:- মতিলাল নেহরু
⦿ ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ?
উত্তর:- উত্তরপ্রদেশ
⦿ চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয় ?
উত্তর:- ব্রাঙ্কিওস্টেগাইট
⦿ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- কুতুবউদ্দিন আইবক
⦿ কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?
উত্তর:- নারকেল
⦿ জালালউদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?
উত্তর:- খোয়ারজিম বা খিবার শাসক
⦿ পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি ?
উত্তর:- নীলগিরি পর্বত
⦿ মহম্মদ বিন কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু দখল করেন ?
উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box