Breaking





Friday, October 29, 2021

Bengali GK Booster Part-204

Bengali GK Booster Part-204 for All Exams 

Bengali GK Booster Part-204
জিকে বুস্টার
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-204 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Booster

⦿ বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর:- তিতুমীর

⦿ কোন জায়গাকে সাঁওতালরা “দামিন-ই-কোহ” বলত ?
উত্তর:- রাজমহল পাহাড়

⦿ কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
উত্তর:- পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান

⦿ কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?
উত্তর:- ১৭৮৪ সালে

⦿ লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- মণিপুর

⦿ কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
উত্তর:- ১৯২০ সালে

⦿ গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
উত্তর:- কয়লা

⦿ ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস কোথায় পাওয়া যায় ?
উত্তর:- ছোটনাগপুরের মালভূমিতে

⦿ কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
উত্তর:- লর্ড কর্ণওয়ালিশ

⦿ ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
উত্তর:- পাঞ্জাব

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box