Breaking





Thursday, October 28, 2021

Daily GK Notes Part-203

Daily GK Notes Part-203 for Competitive Exams 

Daily GK Notes Part-203
জিকে নোটস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Notes Part-203 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির 
মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Notes

⦿ কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
উত্তর:- পুরু

⦿ ১৯৪০ -এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
উত্তর:- লাহোর অধিবেশনে

⦿ বিখ্যাত ছবি “ভারত মাতা” কে এঁকেছিলেন ?
উত্তর:- অবনীন্দ্রনাথ ঠাকুর

⦿ পদবিহীন উভচর প্রাণী কোন বর্গের অন্তর্গত ?
উত্তর:- অ্যানুরা

⦿ স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তর:- সাতটি

⦿ উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
উত্তর:- রাইডাক

⦿ কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
উত্তর:- ঝিলাম

⦿ “আইহোল প্রশস্তি” কে রচনা করেন ?
উত্তর:- চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি

⦿ ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?
উত্তর:- শস্য

⦿ ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?
উত্তর:- ১৮৫০

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box