Bengali GK Dose Part-188 || বেঙ্গলী জিকে ডোজ
![]() |
বেঙ্গলী জিকে ডোজ |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Dose Part-188 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Dose Part-188
⦿ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে - ৬ ই আগস্ট ১৯৫২
⦿ ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত - লৌহ-ইস্পাত
⦿ কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি “Post-Dated Cheque” বলে অভিহিত করেছিলেন - মহাত্মা গান্ধি
⦿ ১৯৪৬ সালে কোন মিশন / কমিশন ভারতে আসে - ক্যাবিনেট মিশন
⦿ বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয় - ১৫ ই মার্চ
⦿ “অ্যান এরা অফ ডার্কনেস : দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া” গ্রন্থের লেখক কে - শশী থারুর
⦿ ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় - ১৬ ই সেপ্টেম্বর
⦿ AGMARK কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত - কৃষিদ্রব্য
⦿ কোন সালে কার নেতৃত্বে “চট্টগ্রাম অস্ত্রাগার” লুণ্ঠিত হয় - ১৯৩০ সালের ১৮ এপ্রিল (সূর্য সেন)
⦿ “অষ্টদিগগজ” গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন - কৃষ্ণদেব রায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box