জিকে ক্যাপসুল পর্ব-১৮৭ || GK Capsule Part-187
আজকে আপনাদের সঙ্গে GK Capsule Part-187 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Capsule Part-187
⦿ কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন - ধর্মপাল
⦿ ১৯৩৫ সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি - পাঞ্জাব
⦿ লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত - ১৫ জন
⦿ ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিথগো
⦿ কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) পরিকল্পনা করা হয়েছিল - টেনেসি ভ্যালি অথরিটি (TVA)
⦿ “তকাভি” বলতে কি বোঝায় - কৃষক ঋণ
⦿ দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল - জালালউদ্দিন খলজী
⦿ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত - সিঙ্গালীলা পর্বতশ্রেণি
⦿ মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল - ফারসি
⦿ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো - কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box