Bengali GK Express Part-191 for Competitive Exams
![]() |
GK Express |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-191 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Express Part-191
⦿ কী পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয় - বিভব প্রভেদ
⦿ “Indira Gandhi: A Life in Nature” বইটি কে লিখেছেন - জয়রাম রমেশ
⦿ তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কী বলা হয় - বাষ্পীভবন
⦿ লবনাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কী বলে - হ্যালোফাইট
⦿ পারসীদের পবিত্র গ্রন্থের নাম কী - জেন্দ আবেস্তা
⦿ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ “গোল গম্বুজ” কোথায় অবস্থিত - বিজাপুর, কর্নাটক
⦿ মাদাম কুরীর আত্মজীবনী হিন্দিতে কে অনুবাদ করেন - লাল বাহাদুর শাস্ত্রী
⦿ আয়তনের ভিত্তিতে ভারত বিশ্বের কততম রাষ্ট্র - সপ্তম
⦿ MSS (Ministry of State Security) কোন দেশের গোয়েন্দা সংস্থা - চীন
⦿ ভুটানের জাতীয় পশুর নাম কি - টাকি বা টাকিন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box