Breaking





Tuesday, October 12, 2021

GK Diarie Part-190 | GK Notes

GK Diarie Part-190 for Competitive Exams 

GK Diarie Part-190 | GK Notes
জিকে ডায়েরি
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Diarie Part-190 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Diarie Part-190

⦿ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় - হাম্পি

⦿ কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত - যদুনাথ সরকার

⦿ “ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ” - ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন - সইফুদ্দিন কিচলু

⦿ কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ - কচ্ছ

⦿ “সুল-ই-কুল নীতি” কে প্রবর্তন করেন - সম্রাট আকবর

⦿ ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন - রাজা রামমোহন রায়

⦿ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল - ১৮%

⦿ পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতে রয়েছে - 2.4 শতাংশ

⦿ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল - বোম্বাই

⦿ কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় - ১৮৮৫-১৯০৫

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box