Breaking





Monday, October 11, 2021

Bengali GK Set Part-189

Bengali GK Set Part-189 for Competitive Exams 

Bengali GK Set Part-189
GK Set
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Set Part-189 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Set Part-189

⦿ কোন ছবি প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পায় - দো বিঘা জমিন

⦿ “ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে” -এই মন্তব্য কে করেন - জহরলাল নেহেরু

⦿ ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক কোনটি - HDFC Bank

⦿ কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত - দক্ষিণ আফ্রিকা

⦿ নিউট্রন কে আবিষ্কার করেন - জেমস চ্যাডউইক

⦿ সুলতান মামুদের পিতার নাম কী - সবুক্তগীন

⦿ ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৮০% অবস্থান করছে - দামোদর উপত্যকায়

⦿ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল - কাশ্মীরে

⦿ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি - জুনা খান

⦿ জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় - ১৯৫২ সালে

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box