Breaking





Saturday, October 30, 2021

Bengali GK Express Part-205

Bengali GK Express Part-205 for Competitive Exams 

Bengali GK Express Part-205
জিকে এক্সপ্রেস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-205 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Express

⦿ সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
উত্তর:- ছাল

⦿ DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন ?
উত্তর:- ওয়াটসন এবং ক্রিক

⦿ বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ ?
উত্তর:- ঘর্ষণ কমে যায়

⦿ ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে ?
উত্তর:- রাশিয়া

⦿ পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল ?
উত্তর:- নিউক্লিয় বিভাজন (neuclear fission)

⦿ টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
উত্তর:- লর্ড ওয়েলেসলি

⦿ “The Dhoni Touch” বইটির লেখক কে ?
উত্তর:- ভরত সুন্দরেসন

⦿ “তকাভি” বলতে কি বোঝায় ?
উত্তর:- কৃষক ঋণ

⦿ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
উত্তর:- সিঙ্গালীলা পর্বতশ্রেণি

⦿ মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল ?
উত্তর:- ফারসি

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box