Breaking





Sunday, October 31, 2021

Daily GK Notes Part-206

Daily GK Notes Part-206 for All Exams 

Daily GK Notes Part-206
জিকে নোটস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Notes Part-206 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Notes

⦿ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
 উত্তর: হাম্পি

⦿ কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
উত্তর: কচ্ছ

⦿ “সুল-ই-কুল নীতি” কে প্রবর্তন করেন ?
উত্তর: সম্রাট আকবর

⦿ টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তর: পশ্চিমবঙ্গে

⦿ “রজমনামা” কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ ?
উত্তর: মহাভারত

⦿ ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
উত্তর: হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

⦿ সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ

⦿ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে ঘটেছিল ?
উত্তর: ১৯১৯ সালের ১৩ এপ্রিল

⦿ বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন ?
উত্তর: জীবক

⦿ বিকাশ কৃষ্ণাণ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: বক্সিং

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box