Breaking





Friday, November 19, 2021

Bangla GK Campus Part-219 | বাংলা জিকে ক্যাম্পাস

Bangla GK Campus Part-219 | বাংলা জিকে ক্যাম্পাস 

Bangla GK Campus Part-219 | বাংলা জিকে ক্যাম্পাস
GK Campus
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Campus Part-219 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

বাংলা জিকে ক্যাম্পাস

⦿ ইণ্ডিয়ান এ্যাসোসিয়েশন কে স্থাপনা করেন ?
উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

⦿ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কে লিখেছিলেন ?
উত্তর:- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

⦿ পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?
উত্তর:- নিউ ম্যাঙ্গালোর

⦿ সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- কর্ণাটক

⦿ উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?
উত্তর:- সৈয়দ আহমেদ খান

⦿ “ট্রেন টু পাকিস্তান” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- খুশবন্ত সিং

⦿ কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ?
উত্তর:- প্রোটিন সংশ্লেষ

⦿ ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কি তৈরী হয় ?
উত্তর:- সীসা

⦿ ভারতীয় শাসনতন্ত্র কোন দিন থেকে কার্যকারী হয় ?
উত্তর:- ২৬ শে জানুয়ারি ১৯৫০

⦿ কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?
উত্তর:- তামিলনাড়ু

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box