Bengali GK Prostuti Part-218 | জিকে প্রস্তুতি
![]() |
জিকে প্রস্তুতি |
আজকে আপনাদের সঙ্গে GK Prostuti Part-218 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Prostuti
⦿ আয়োডিন দেওয়া হয় কোন রোগে আক্রান্ত রোগীকে ?
উত্তর:- গলগণ্ড
⦿ ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপাটি শাসনের আওতায় এসেছে ?
উত্তর:- কেরালা
⦿ প্রাচীন ভারতে কে “অমিত্রাঘাত” উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর:- বিন্দুসার
⦿ প্রাচীন ভারতে কত জন তীর্থংকর ছিলেন ?
উত্তর:- চব্বিশ জন
⦿ কে ভারতের সর্ব প্রথম উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল
⦿ বুদ্ধচরিত কার দ্বারা রচিত ?
উত্তর:- অশ্বঘোষ
⦿ মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় ?
উত্তর:- ১৮৭৮
⦿ কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে ছিল ?
উত্তর:- রাজীব গান্ধী
⦿ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- মহাপদ্মনন্দ
⦿ ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?
উত্তর:- পালি ভাষায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box