Breaking





Tuesday, November 16, 2021

GK Campus in Bengali Part-217

GK Campus in Bengali Part-217 for All Exams 

GK Campus in Bengali Part-217
জিকে ক্যাম্পাস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Campus in Bengali Part-217 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Campus in Bengali

⦿ সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে ?
উত্তর:- গোয়া

⦿ কোন দিনে “Ask a question” দিবস পালন করা হয় ?
উত্তর:- ১৪ ই মার্চ (14th March)

⦿ দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি ?
উত্তর:- কবি কাজী নজরুল ইসলাম

⦿ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি ?
উত্তর:- জ্যোতিরিন্দ্র বসু

⦿ তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে ?
উত্তর:- চারটি

⦿ আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত ?
উত্তর:- মুমতাজ

⦿ মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন ?
উত্তর:- গোসাল

⦿ “Forge your Future” বইটি কার লেখা ?
উত্তর:- এ. পি. জে. আব্দুল কালাম

⦿ কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয় ?
উত্তর:- ১৯৩০ সাল

⦿ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তর:- ভিটামিন বি-১২

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box