ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি ও শ্লোগান PDF | Historical Quotes and Slogan of Indian Famous People
![]() |
ঐতিহাসিক উক্তি ও শ্লোগান |
আজকের পোস্টে ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি PDF টি শেয়ার করলাম। যেটিতে সুভাষচন্দ্র বসু, ভগত সিং, জওহরলাল নেহেরু, গান্ধীজি সহ প্রমুখ ব্যক্তিদের উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক উক্তি সমূহের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। WBCSসহ আরো অন্যান্য পরীক্ষায় এই টপিক থেকে অন্তত একটি হলেও প্রশ্ন পরীক্ষায় আসবেই, যেমন:- সত্যমেব জয়তে স্লোগান কে দিয়েছিলেন?, আরাম হারাম হ্যায় উক্তিটি কার?, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? ইত্যাদি।
বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি ও শ্লোগান
ঐতিহাসিক উক্তি ও স্লোগান | ব্যক্তির নাম |
---|---|
বন্দেমাতরম | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সত্যমেব জয়তে | মদন মোহন মালব্য |
সারে জাহাঁ সে আচ্ছা | মোহাম্মদ ইকবাল |
জয় হিন্দ | সুভাষচন্দ্র বসু |
জয় জওয়ান জয় কিষাণ | লাল বাহাদুর শাস্ত্রী |
জনগনমন অধিনায়ক জয় হে | রবীন্দ্রনাথ ঠাকুর |
ভারত ভারতীয়দের জন্য | স্বামী দয়ানন্দ সরস্বতী |
সাম্রাজ্যবাদ কা নাশ হো | ভগৎ সিং |
গরীবি হাটাও | ইন্দিরা গান্ধি |
আরাম হারাম হ্যায় | জওহরলাল নেহেরু |
করেঙ্গে ইয়া মরেঙ্গে | মহাত্মা গান্ধি |
মেরা ভারত মহান হ্যায় | রাজীব গান্ধী |
দিল্লী চলো | সুভাষচন্দ্র বসু |
তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো | সুভাষচন্দ্র বসু |
জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞান | অটল বিহারী বাজপেয়ী |
স্বরাজ আমার জন্মগত অধিকার | বাল গঙ্গাধর তিলক |
মে আপনি ঝান্সি নেহি দুঙ্গি | রানী লক্ষ্মীবাই |
সাইমন গো ব্যাক | লালা লাজপত রায় |
ভারত ছাড়ো | মহাত্মা গান্ধি |
আংরেজ পেট পে লাথ মারতে হে | দাদাভাই নৌরজি |
তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো | লালা লাজপত রায় |
দুশমানো কি গোলিও কা সামনা হাম কারেঙ্গে, আজাদ থে আজাদ হি রাহেঙ্গে | চন্দ্রশেখর আজাদ |
মারো ফিরিঙ্গ কো | মঙ্গল পান্ডে |
জয় জগত | বিনোবা ভাবে |
সারফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায় | রামপ্রসাদ বিসমিল |
বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল | গোপালকৃষ্ণ গোখলে |
দেশকে ভালবাসা যদি অপরাধ হয়, তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধী | অরবিন্দ দাস |
শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় | চিত্তরঞ্জন দাস |
জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশা | অশ্বিনীকুমার দত্ত |
নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ | মহম্মদ ইকবাল |
নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর | মহাত্মা গান্ধী |
কর মত দো | সর্দার বল্লভ ভাই প্যাটেল |
ইনকিলাব জিন্দাবাদ | ভগৎ সিং |
“ইনকিলাব জিন্দাবাদ” উক্তিটির স্রষ্টা ছিলেন মৌলানা হসরত মোহানী, এটিকে জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং
File Details::
File Name: বিখ্যাত ঐতিহাসিক উক্তি
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.61 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box