Breaking





Monday, November 15, 2021

GK Prostuti Part-216 | জিকে প্রস্তুতি

GK Prostuti Part-216 | জিকে প্রস্তুতি 

GK Prostuti Part-216 | জিকে প্রস্তুতি
জিকে প্রস্তুতি
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Prostuti Part-216 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Prostuti

⦿ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
উত্তর:- ছয় বছর

⦿ ১৮৫৭ অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়ে নি ?
উত্তর:- পাঞ্জাব

⦿ নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর:- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো

⦿ “ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের” প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- রাসবিহারী বসু

⦿ পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা কোনটি ?
উত্তর:- বিটুমিনাস (Bituminous)

⦿ সাধারণত সন্তুরে কটা তার থাকে ?
উত্তর:- প্রায় বাহাত্তরটি

⦿ ১৯৬৯ সালে কটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল ?
উত্তর:- ১৪ টি

⦿ দ্য টাইম মেশিন গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- হারবার্ট জর্জ ওয়েলস

⦿ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয় ?
উত্তর:- ২৬ জুলাই ১৮৫৬

⦿ আর্মান্দো কোলাসোর নাম কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর:- ফুটবল

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box