Bengali GK Campus Part-215 | জিকে ক্যাম্পাস
![]() |
জিকে ক্যাম্পাস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Campus Part-215 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Campus
⦿ কার রাজত্বকালে “জবত” ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?
উত্তর:- আকবর
⦿ পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় ?
উত্তর:- অটোগ্যামি
⦿ “গদর পার্টি” কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- আমেরিকা, ১৯১৩
⦿ স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
উত্তর:- ১২ জোড়া
⦿ ১৮৩৫ খ্রিষ্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় ?
উত্তর:- ফার্সি
⦿ সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?
উত্তর:- লোথাল
⦿ কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তর:- ইন্টারফেজে
⦿ পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে
⦿ “প্রাকৃতিক নির্বাচন” তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:- চার্লস ডারউইন
⦿ পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?
উত্তর:- কর্কটক্রান্তির নিকট
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box