Breaking





Friday, November 05, 2021

Bangla GK Diarie Part-210

Bangla GK Diarie Part-210 for Competitive Exams 

Bangla GK Diarie Part-210
GK Diarie
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Diarie Part-210 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Diarie

⦿ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন

⦿ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর:- রেলওয়ে লোকোমোটিভ

⦿ কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল ?
উত্তর:- পারদ

⦿ অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ?
উত্তর:- অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

⦿ মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান ?
উত্তর:- ১৬৬৬ সালে

⦿ হ্যাভারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ ?
উত্তর:- অস্থি

⦿ নেহেরু রিপোর্ট কমিটিতে (১৯২৮) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে ?
উত্তর:- তেজ বাহাদুর সপ্রু

⦿ কোনটি প্রাচীনতম বেদ ?
উত্তর:- ঋগবেদ

⦿ হৃদপেশী ক্লান্ত (Fatigue) হয় না কারণ ?
উত্তর:- বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি

⦿ বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?
উত্তর:- অনুদৈর্ঘ্য

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box