জিকে ট্যাবলেট | Bengali GK Tablet Part-221
![]() |
জিকে ট্যাবলেট |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Tablet Part-221 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Tablet
⦿ কেবুল লামজো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর:- মণিপুর
⦿ কোন জীবের বাহ্যিক প্রকাশের বৈশিষ্ট্য কে কি বলা হয় ?
উত্তর:- ফিনোটাইপ
⦿ “ময়ূর সিংহাসন” কার তত্ত্বাবধানে নির্মান করা হয় ?
উত্তর:- বেবাদল খাঁ
⦿ WTO এর ফুল ফর্ম কি ?
উত্তর:- World Trade Organization
⦿ রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় ?
উত্তর:- ১৯৫৬ সালের ৩১ আগস্ট
⦿ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উত্তর:- ইউরেনাসকে
⦿ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ?
উত্তর:- সুচেতা কৃপালনি
⦿ ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- জেনেভা
⦿ কোন জীবের বাহ্যিক প্রকাশের বৈশিষ্ট্য কে কি বলা হয় ?
উত্তর:- ফিনোটাইপ
⦿ বিশ্ব মহাসাগর দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ৮ই জুন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box