Breaking





Saturday, November 20, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Notes Part-220

জিকে প্রশ্নোত্তর | GK Notes Part-220 

জিকে প্রশ্নোত্তর | GK Notes Part-220
জিকে প্রশ্নোত্তর
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-220 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Notes

⦿ হাজাররিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- ঝাড়খন্ড

⦿ কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠাণ্ডা হয় তাকে কি বলে ?
উত্তর:- তাপ

⦿ দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে ?
উত্তর:- সরণ

⦿ বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর:- টইগ্রিস নদী

⦿ মাছের হৃদপিন্ডে প্রকোষ্ঠ আছে কয়টি ?
উত্তর:- দুইটি

⦿ দিল্লীর কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেন ?
উত্তর:- মহম্মদ বিন তুঘলক

⦿ জাম্পবল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর:- বাস্কেটবল

⦿ “শোরা” কোন দেশের পার্লামেন্টের (সংসদ) নাম ?
উত্তর:- আফগানিস্তান

⦿ শেষের কবিতা কী জাতীয় সাহিত্য ?
উত্তর:- উপন্যাস

⦿ দ্য নেমসেক বইটির লেখক কে ?
উত্তর:- ঝুম্পা লাহিড়ী

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box