Daily GK Class Part-225 | জিকে ক্লাস
![]() |
জিকে ক্লাস |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Class Part-225 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Class
⦿ কোন মুঘল সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান ?
উত্তর:- আকবর
⦿ কোন বাঙালি গ্রন্থকার “আনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন ?
উত্তর:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
⦿ উদয় মান বা অস্তগামী সূর্যকে লাল দেখায় কারণ কি ?
উত্তর:- বিক্ষেপণ
⦿ বৃহত্তম এককোষী শৈবালের নাম কি ?
উত্তর:- অ্যাসিটেবুলেরিয়া
⦿ কোন মোঘল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ?
উত্তর:- শাহজাহান
⦿ হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন ?
উত্তর:- ১২০ দিন
⦿ শেরশাহের আসল নাম কি ?
উত্তর:- ফরিদ
⦿ “To be or not to be that is the question” - এই বিখ্যাত উক্তিটি শেক্সপীয়ারের কোন নাটকে পাওয়া যায় ?
উত্তর:- হ্যামলেট
⦿ দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে ?
উত্তর:- লুই ব্রেইল
⦿ রিটা (RITA) কোন দেশের সংবাদ সংস্থা ?
উত্তর:- রাশিয়া
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box