Breaking





Saturday, November 27, 2021

জিকে ট্যাবলেট | Bengali GK Tablet Part-224

জিকে ট্যাবলেট | Bengali GK Tablet Part-224 

জিকে ট্যাবলেট | Bengali GK Tablet Part-224
GK Tablet
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Tablet Part-224 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Tablet

⦿ বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?
উত্তর:- সুজাউদ্দিন

⦿ প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে “অধীনতা মূলক মিত্রতা” নীতির প্রয়োগ করেছিলেন ?
উত্তর:- লর্ড ওয়েলেসলী

⦿ ওমবাডসম্যান ইনস্টিটিউশন প্রথম কোথায় প্রচলিত হয় ?
উত্তর:- সুইডেন

⦿ কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন ?
উত্তর:- ১৭৯৩ সালে

⦿ প্রথম কোন রাষ্ট্র লিবিয়ার জাতীয় কাউন্সিলকে সে দেশের বৈধ সরকাররূপে স্বীকৃতি দিয়েছিল ?
উত্তর:- ফ্রান্স

⦿ লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল ?
উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে

⦿ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে ?
উত্তর:- দাদাভাই নওরোজি

⦿ আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উত্তর:- সৈয়দ আমেদ খান

⦿ ভারত ও বাংলাদেশের মধ্যে “গঙ্গাজল চুক্তি” সম্পাদিত হয়েছিল কোন সালে ?
উত্তর:- ১৯৯৬ সালে

⦿ কে “গঙ্গাইকোণ্ডচোল” উপাধি ধারণ করেন ?
উত্তর:- প্রথম রাজেন্দ্র

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box