Breaking





Saturday, November 27, 2021

ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF | List of valleys in India

ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান | কোন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত 

ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF | List of valleys in India
বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ও সেগুলির অবস্থানের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। গ্রুপ ডি সহ আরো অন্যান্য পরীক্ষায় এই অংশ থেকে অন্তত একটি হলেও প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন:- নেওড়া উপত্যকা কোথায় অবস্থিত?, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।

বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান

উপত্যকা অবস্থান
নেওড়া পশ্চিমবঙ্গ
বরাক আসাম
টোনস উত্তরাখণ্ড
কাংড়া হিমাচল প্রদেশ
কুম্বম তামিলনাড়ু
সাইলেন্ট কেরালা
কুলু হিমাচল প্রদেশ
জোহার উত্তরাখণ্ড
আরাকু অন্ধ্রপ্রদেশ
ইয়ামথাং সিকিম
সাংলা হিমাচল প্রদেশ
সাউর উত্তরাখণ্ড
শারাভাথি কর্ণাটক
মার্খা লাদাখ
স্পিতি হিমাচল প্রদেশ
জিরো অরুণাচল প্রদেশ
ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড
জুকোউ নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে
লাহুল হিমাচল প্রদেশ
নিতি উত্তরাখণ্ড
চুম্বি সিকিম, ভুটান ও চীনের সীমান্তে
ছাম্বা হিমাচল প্রদেশ
নুব্রা লাদাখ
দামোদর ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ
পিন হিমাচল প্রদেশ

বিভিন্ন উপত্যকা ও তার অবস্থানের তালিকাটি পিডিএফে রয়েছে


File Details::
File Name: List of valleys in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.59 MB



::প্রশ্ন ও উত্তরে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা::

❏ দামোদর উপত্যকা (Damodar Valley) কোথায় অবস্থিত? দামোদর
উত্তর:- ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

❏ স্পিতি উপত্যকা (Spiti Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।

❏ নেওড়া উপত্যকা (Neora Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।

❏ সাইলেন্ট উপত্যকা (Silent Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- কেরালা।

❏ শারাভাথি উপত্যকা (Sharavathi Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।

❏ সাংলা উপত্যকা (Sangla Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।

❏ আরাকু উপত্যকা (Araku Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।

❏ ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers) কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড।

❏ কুম্বম উপত্যকা (Cumbum Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু।

❏ ইয়ামথাং উপত্যকা (Yumthang Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- সিকিম।

❏ চুম্বি উপত্যকা (Chumbi Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- সিকিম, ভুটান ও চীনের সীমান্তে।

❏ কাংড়া উপত্যকা (Kangra Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।

❏ জিরো উপত্যকা (Ziro Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- অরুণাচল প্রদেশ।

❏ জুকোউ (Dzukou Valley) উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর:- নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে।

❏ বরাক উপত্যকা (Barak Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- আসাম।

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box