ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান | কোন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত
![]() |
বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান |
আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ও সেগুলির অবস্থানের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। গ্রুপ ডি সহ আরো অন্যান্য পরীক্ষায় এই অংশ থেকে অন্তত একটি হলেও প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন:- নেওড়া উপত্যকা কোথায় অবস্থিত?, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।
বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান
উপত্যকা | অবস্থান |
---|---|
নেওড়া | পশ্চিমবঙ্গ |
বরাক | আসাম |
টোনস | উত্তরাখণ্ড |
কাংড়া | হিমাচল প্রদেশ |
কুম্বম | তামিলনাড়ু |
সাইলেন্ট | কেরালা |
কুলু | হিমাচল প্রদেশ |
জোহার | উত্তরাখণ্ড |
আরাকু | অন্ধ্রপ্রদেশ |
ইয়ামথাং | সিকিম |
সাংলা | হিমাচল প্রদেশ |
সাউর | উত্তরাখণ্ড |
শারাভাথি | কর্ণাটক |
মার্খা | লাদাখ |
স্পিতি | হিমাচল প্রদেশ |
জিরো | অরুণাচল প্রদেশ |
ভ্যালি অফ ফ্লাওয়ার্স | উত্তরাখণ্ড |
জুকোউ | নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে |
লাহুল | হিমাচল প্রদেশ |
নিতি | উত্তরাখণ্ড |
চুম্বি | সিকিম, ভুটান ও চীনের সীমান্তে |
ছাম্বা | হিমাচল প্রদেশ |
নুব্রা | লাদাখ |
দামোদর | ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ |
পিন | হিমাচল প্রদেশ |
বিভিন্ন উপত্যকা ও তার অবস্থানের তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: List of valleys in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.59 MB
::প্রশ্ন ও উত্তরে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা::
❏ দামোদর উপত্যকা (Damodar Valley) কোথায় অবস্থিত? দামোদর
উত্তর:- ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
❏ স্পিতি উপত্যকা (Spiti Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।
❏ নেওড়া উপত্যকা (Neora Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।
❏ সাইলেন্ট উপত্যকা (Silent Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- কেরালা।
❏ শারাভাথি উপত্যকা (Sharavathi Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।
❏ সাংলা উপত্যকা (Sangla Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।
❏ আরাকু উপত্যকা (Araku Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
❏ ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers) কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড।
❏ কুম্বম উপত্যকা (Cumbum Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু।
❏ ইয়ামথাং উপত্যকা (Yumthang Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- সিকিম।
❏ চুম্বি উপত্যকা (Chumbi Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- সিকিম, ভুটান ও চীনের সীমান্তে।
❏ কাংড়া উপত্যকা (Kangra Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।
❏ জিরো উপত্যকা (Ziro Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- অরুণাচল প্রদেশ।
❏ জুকোউ (Dzukou Valley) উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর:- নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে।
❏ বরাক উপত্যকা (Barak Valley) কোথায় অবস্থিত?
উত্তর:- আসাম।
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box