GK Booster Part-212 for All Exams
![]() |
GK Booster |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-212 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster
⦿ সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল ?
উত্তর:- লোথাল
⦿ লর্ড মাউন্টব্যাটেন কাকে “একাই এক সীমান্ত বাহিনী” বলে উল্লেখ করেন ?
উত্তর:- মোহনদাস করমচাঁদ গান্ধী
⦿ কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?
উত্তর:- বিম্বিসার
⦿ থিয়্সফিক্যল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল ?
উত্তর:- আদায়ার
⦿ পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
উত্তর:- ক্ষুদ্রান্ত্রে
⦿ ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন কে ?
উত্তর:- ভারতীয় রিজার্ভ ব্যাংক
⦿ কাকে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী” (Traditionnal Moderniser) বলা হয় ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
⦿ দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?
উত্তর:- ধর্ম বিজয়
⦿ ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের (১৮৭০) প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- কেশবচন্দ্র সেন
⦿ শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?
উত্তর:- গৌড় বংশ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box