Daily GK Notes in Bengali Part-211
![]() |
জিকে নোটস |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-211 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes in Bengali
⦿ ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:- দেরাদুন
⦿ ব্রিটিশদের বিরুদ্ধে “উলগুলান” উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে ?
উত্তর:- বিরসা মুণ্ডা
⦿ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
উত্তর:- লালা লাজপত রায়
⦿ কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ?
উত্তর:- ব্রাহ্মণী
⦿ “আলেপ্পো” কোথাকার বিদ্রোহী প্রদেশ ?
উত্তর:- লেবানন
⦿ মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমগুলি V, J, L অথবা I আকৃতির হয় ?
উত্তর:- অ্যানাফেজ
⦿ কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন ?
উত্তর:- ১৯৩৭
⦿ তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?
উত্তর:- করমন্ডল
⦿ ঋতুপর্ণ ঘোষ তাঁর জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন ?
উত্তর:- ১২ টি
⦿ পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোন প্রকৃতির ?
উত্তর:- লবনাক্ত ও কাদা প্রকৃতির
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box