Breaking





Monday, November 08, 2021

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF || Number of Moons of planets

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF || Number of Moons of Planets 

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF || Number of Moons of Planets
বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির উপগ্রহের সংখ্যা এবং উল্লেখযোগ্য উপগ্রহের নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে, যেমন:-  কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি?, গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ?, ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ?, ইউরোপা কার উপগ্রহ? ইত্যাদি।

তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

সৌরজগতের বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা
গ্রহের নাম উপগ্রহ সংখ্যা উল্লেখযোগ্য উপগ্রহ
পৃথিবী ১টি চাঁদ
বুধ ----
শুক্র ----
বৃহস্পতি ৭৯টি ইউরোপা, গ্যানিমিড
ইউরেনাস ২৭টি ওবেরন, মিরান্ডা
নেপচুন ১৪টি ট্রাইটন
শনি ৮২টি টাইটান
মঙ্গল ২টি ফোবোস, ডাইমোস

সৌরজগতের বিভিন্ন বামন গ্রহের উপগ্রহ সংখ্যা
গ্রহের নাম উপগ্রহ সংখ্যা উল্লেখযোগ্য উপগ্রহ
সেরেস ----
এরিস ১টি ডিসনোমিয়া
মেকমেক ১টি S/2015(136472)1
হাউমেয়া ২টি নামাকা, হিয়াকা
প্লুটো ৫টি নিক্স, হাইড্রা

উপগ্রহ সংখ্যার তালিকাটি পিডিএফে রয়েছে


File Details::
File Name: বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.14 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box