Bangla GK Series Part-247 | বাংলা জিকে সিরিজ
![]() |
জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-247 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series
প্রশ্নঃ রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৯১ সালে
প্রশ্নঃ কোন ভিটামিনে অ্যাসিল COA ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে ?
উত্তরঃ রাইবোফ্লেভিন
প্রশ্নঃ রুমিন্যান্ট পাকস্থলী কোন প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ গরু
প্রশ্নঃ কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?
উত্তরঃ তামিলনাড়ু
প্রশ্নঃ ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা ১ লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয় ?
উত্তরঃ শহর
প্রশ্নঃ চিংড়ীর রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি
প্রশ্নঃ নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন ?
উত্তরঃ স্যার এডউইন লুটিয়েনস
প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে ছিল ?
উত্তরঃ রাজীব গান্ধী
প্রশ্নঃ রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ডোসিমিটার
প্রশ্নঃ কবে ভারতে “বিলগ্নীকৃত কমিটি” তৈরী করা হয় ?
উত্তরঃ ১৯৯৬ সালের আগস্টে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box