Breaking





Monday, December 06, 2021

জিকে ক্যাম্পাস | Bengali GK Campus Part-230

জিকে ক্যাম্পাস | Bengali GK Campus Part-230 

জিকে ক্যাম্পাস | Bengali GK Campus Part-230
GK Campus
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Campus Part-230 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Campus

প্রশ্নঃ বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তরঃ গিয়াসুদ্দিন মামুদ শাহ

প্রশ্নঃ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে হয়েছিলেন ?
উত্তরঃ বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত

প্রশ্নঃ কী কারণে জাতীয় কংগ্রেসে চরমপন্থী দলের আত্মপ্রকাশ ঘটে ?
উত্তরঃ বঙ্গভঙ্গ

প্রশ্নঃ কোন বনাঞ্চল ভারতের বনভূমির সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে ?
উত্তরঃ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী

প্রশ্নঃ তাশখন্দ কোন দেশের রাজধানী ?
উত্তরঃ উজবেকিস্তান

প্রশ্নঃ হলওয়েল বর্ণিত ব্ল্যাক হোল ট্রাজেডি কার নামের সঙ্গে জড়িত ?
উত্তরঃ সিরাজদৌল্লা

প্রশ্নঃ পন্ডিচেরিতে কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ ফরাসি

প্রশ্নঃ শিবাজি উৎসবের সূচনা কে করেন ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

প্রশ্নঃ ১৮৮৪ থেকে ১৮৯৪ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ল্যান্সডাউন

প্রশ্নঃ ভিনেশ ফোগত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কুস্তি

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box