Breaking





Friday, December 03, 2021

জিকে বুস্টার | GK Booster Part-229

জিকে বুস্টার | GK Booster Part-229 

জিকে বুস্টার | GK Booster Part-229
জিকে বুস্টার
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Booster Part-229 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Booster

প্রশ্নঃ খেলোয়াড় ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তরঃ হকি

প্রশ্নঃ কোন বছরে জাপানের উপর পরমাণু বোমা ফেলেছিল ?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ই আগস্ট

প্রশ্নঃ ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালু করেন ?
উত্তরঃ জেমস অগাস্টাস হিকি

প্রশ্নঃ টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর

প্রশ্নঃ ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তরঃ শতদ্রু

প্রশ্নঃ “Child is the father of man” কে বলেছিলেন ?
উত্তরঃ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

প্রশ্নঃ রিয়াল কোন দেশের মুদ্রা ?
উত্তরঃ ইরান

প্রশ্নঃ গান্ধী ছবিতে গান্ধীজি চরিত্রে অভিনয় করেছিলেন কে ?
উত্তরঃ বেন কিংসলি

প্রশ্নঃ কোন উৎসবটির বিশেষ বৈশিষ্ট্য হল নৌকা প্রতিযোগীতা ?
উত্তরঃ ওনাম

প্রশ্নঃ কোন দেশটিতে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ ইউক্রেন

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box