কে কোন মন্দির প্রতিষ্ঠা করেছেন PDF | Founder of Famous Temple in India
![]() |
বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা |
আজকের পোস্টে ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু মন্দিরের প্রতিষ্ঠাতাদের নামের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। WBCS-সহ আরো অন্যান্য পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, যেমন:- কাশী বিশ্বনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন?, জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন? ইত্যাদি।
তাই আর দেরী না করে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফটি ফাইলটি ডাউনলোড করে নিন।
ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা
মন্দির | প্রতিষ্ঠাতা |
---|---|
স্বর্ণ মন্দির | গুরু অর্জন দেব |
খাজুরাহ মন্দির | চান্দেলা বংশ |
কেদারনাথ মন্দির | আদি শঙ্করাচার্য্য |
শঙ্করাচার্য্য মন্দির | রাজা গোপাদিত্য |
দক্ষিনেশ্বর কালী মন্দির | রানী রাসমণি |
সূর্য মন্দির | প্রথম নরসিংহদেব |
কাশী বিশ্বনাথ মন্দির | রানী অহল্যাবাই হোলকার |
বিশ্বনাথ মন্দির | রাজা মান সিং |
কৈলাশ মন্দির | রাষ্ট্রকুট বংশ |
লিঙ্গরাজ মন্দির | রাজা যযাতি কেশরী |
সোমনাথ মন্দির | যাদব রাজারা |
কৈলাশনাথ মন্দির | পল্লব বংশ |
জগন্নাথ মন্দির | অনন্ত বর্মন |
কামাখ্যা মন্দির | কোচ বংশ |
বৈষ্ণদেবী মন্দির | রাজা গুলাব সিং |
মহাকালেশ্বর মন্দির | পেশবা বাজীরাও |
মিনাক্ষী মন্দির | রাজা কুলাশেকারা |
দেওগড় মন্দির | গুপ্ত বংশ |
দিলওয়ারা মন্দির | বিমল শাহ (চালুক্য) |
মহাবোধি মন্দির | সম্রাট অশোক |
শোর মন্দির | পল্লব |
গোবিন্দ মন্দির | রাজা মান সিং |
বিরুপাক্ষ মন্দির | চালুক্য |
বৃহদেশ্বরা মন্দির | চোল বংশ |
হাজারস্বামী মন্দির | তুলভা বংশ |
মন্দির প্রতিষ্ঠাতাদের তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.61 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box