Bengali GK Express Part-239 | বাংলা জিকে এক্সপ্রেস
![]() |
বাংলা জিকে এক্সপ্রেস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-239 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Express
প্রশ্নঃ বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে
প্রশ্নঃ ইলবার্ট বিল এর তীব্র বিরোধিতা কোন সম্প্রদায় করেছিল ?
উত্তরঃ ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়
প্রশ্নঃ কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ?
উত্তরঃ ব্রাহ্মণী
প্রশ্নঃ দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?
উত্তরঃ ধর্ম বিজয়
প্রশ্নঃ এইটটিন ফিফটি সেভেন বইটির রচয়িতা কে ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ সেন
প্রশ্নঃ শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?
উত্তরঃ গৌড় বংশ
প্রশ্নঃ পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে
প্রশ্নঃ সংবাদপত্রের মুক্তি দাতা রূপে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ মেটকাফ
প্রশ্নঃ সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে ?
উত্তরঃ দ্বাদশ শতকে
প্রশ্নঃ “আলেপ্পো” কোথাকার বিদ্রোহী প্রদেশ ?
উত্তরঃ লেবানন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box